🔹 "যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে, তারাই অসম্ভবকে সম্ভব করে।"
অনেকেই বলবে,
➤ “তুমি পারবে না”
➤ “তোমার অভিজ্ঞতা নেই”
➤ “বাজারে তো প্রতিযোগী অনেক”
কিন্তু তারা জানে না,
যে মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস করে, তার সামনে কোনো বাধা বেশি দিন টিকতে পারে না।
আমি নিজেও সেই যাত্রার পথিক...
✅ শূন্য থেকে শুরু করেছি
✅ শিখেছি, ভুল করেছি, আবার শিখেছি
✅ আর প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলছি
🎯 আজ আমি জানি—Self-belief ই সবচেয়ে বড় শক্তি।
অভিজ্ঞতা, দক্ষতা—সবই সময়ের সাথে আসে,
কিন্তু নিজের উপর আস্থা না থাকলে, কোনো পথেই তুমি বেশিদূর যেতে পারবে না।
📌 আপনি যেখানেই থাকুন, নিজের ভেতরের আলোটা নিভতে দেবেন না।
আপনি তৈরি হচ্ছেন—অন্যরকম এক গল্প লেখার জন্য।
#BelieveInYourself #GrowthMindset #DigitalJourney #Inspiration #SelfDevelopment #FreelancerLife #CareerPath
No comments:
Post a Comment